বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

একাত্তরের গণহত্যা সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন: জামায়াতে ইসলামী

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যায় সম্পৃক্ত ছিল—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে দলটি। জামায়াতের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ ভিত্তিহীন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম

শনিবার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সচিব জেনারেল মাওলানা আবদুল হালিম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত ওই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘১ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেন আলাল “একাত্তরে গণহত্যা ও ধর্ষণের দায়ে জামায়াতে ইসলামকেও নিষিদ্ধ করতে হবে” বলে যে মন্তব্য করেছেন, তা দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূলক এবং জাতীয় ঐক্যের পরিপন্থী। তাঁর বক্তব্যে আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির প্রতিধ্বনি শোনা যায়।’

আরও পড়ুন: বিএনপির ২০০ আসনে একক প্রার্থী তালিকা প্রস্তুত

আরও পড়ুন: ইসলামকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমেদ

মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতের বিরুদ্ধে একাত্তরের গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রাজনৈতিক হীনমন্যতা থেকে প্রণোদিত। স্বাধীনতার পর থেকে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে দুর্বল করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের বিরুদ্ধে এ ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছে। কিন্তু জাতি এখন এসব মিথ্যাচার সম্পর্কে সম্পূর্ণ সচেতন।

তিনি আরও বলেন, ‘দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান থেকে এমন বিভাজনমূলক বক্তব্য জাতীয় ঐক্য ও সহনশীলতার পথে বাধা সৃষ্টি করে। বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে ঐকমত্য ও সহাবস্থানের প্রয়োজন, আর সেই প্রেক্ষাপটে এমন মন্তব্য সম্পূর্ণ অনভিপ্রেত।’

আরও পড়ুন: বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর

জামায়াত নেতা দাবি করেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যা ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও জনগণের কল্যাণে বিশ্বাসী। দলটি সবসময় দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গঠনমূলক ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করার দাবি অগণতান্ত্রিক ও বিদ্বেষপ্রসূত। ভবিষ্যতে জাতীয় ঐক্য নষ্টকারী, বিভাজনমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য আমি মোয়াজ্জেম হোসেন আলালকে আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন: বিএনপি নেতাদের চাঁদাবাজির টাকায় গণভোট সম্ভব: নাসীরুদ্দীন পাটওয়ারী

More like this
Related

গাইবান্ধা আসনগুলোতে বিএনপি’র মনোনয়ন যারা পেয়েছেন

‎গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন আগামী জাতীয় সংসদ নির্বাচনে...

বিএনপি নেতাদের চাঁদাবাজির টাকায় গণভোট সম্ভব: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,...

বিএনপির মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

মাহমুদুল হাবিব রিপন,‎গাইবান্ধা প্রতিনিধি ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুণর্বাসনকারী ও গাইবান্ধা...

কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular