গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার পাঁচটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় হাই কমান্ডের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, স্থানীয় পর্যায়ে সাংগঠনিক সক্রিয়তা, জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা এবং দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য বিবেচনায় রেখে এসব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
চূড়ান্ত প্রার্থীদের নাম:
গাইবান্ধা–১ (সুন্দরগঞ্জ): ডা. খন্দকার মো. জিয়াউল ইসলাম জিয়া
গাইবান্ধা–২ (সদর): আনিসুর জামান খান বাবু
গাইবান্ধা–৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী): ডা. মইনুল হাসান সাদিক
গাইবান্ধা–৪ (গোবিন্দগঞ্জ): শামীম কায়সার লিংকন
গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি): ফারুক আলম সরকার
দলীয় সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ঘোষিত প্রার্থীরা দীর্ঘদিন ধরে নিজেদের এলাকায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে দলের ভিত্তি সুদৃঢ় করেছেন।
প্রার্থী ঘোষণার পর গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদারের প্রস্তুতি নিচ্ছেন তারা।
আরও পড়ুন: সাদুল্লাপুরে অবৈধ বাঁধে দেশি মাছ নিধন-প্রশাসনের নীরবতায় ক্ষোভে ফুঁসছে জনতা
