শুভ সরকার, নড়াইল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবীতে আমরণ অনশন করছেন মহিলাদল, বিএনপির কর্মী সমার্থকসহ অনুসারীরা। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে অনশন করছেন তারা।
আরও পড়ুন: শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
উল্লেখ্য গত (২৯ নভেম্বর) বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ৯৪ নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন। কেন্দ্রীয় বিএনপির ঘোষণার পর মো. মনিরুল ইসলাম নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন।
হঠাৎ করে (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মনিরুল ইসলামের নাম প্রতাহার করে বিএনপি জোটের শরিক দল এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদকে নড়াইল- ২ আসনে প্রার্থী করা হয়। এ ঘটনার প্রতিবাদে ও মো. মনিরুল ইসলামের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবীতে আমরণ অনশন চলছে।
আরও পড়ুন: ঘনবসতিতে অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় বেপরোয়া MAB ব্রিকস
