বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

জামায়াতসহ আট দলের সঙ্গে এনসিপি ও এলডিপির নির্বাচনী সমঝোতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাচনী সমঝোতা হয়েছে। কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি এই সমঝোতায় যুক্ত হওয়ায় জোটে দলের সংখ্যা দাঁড়াল মোট ১০টি।

রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জামায়াতের নেতৃত্বে আন্দোলনরত আট দলের উদ্যোগে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আট দল একসঙ্গে আন্দোলনে ছিল। আলোচনার ধারাবাহিকতায় আরও দুটি দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)—নির্বাচনী সমঝোতায় যুক্ত হয়েছে।

আরও পড়ুন : কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না: আখতার হোসেন

ডা. শফিকুর রহমান জানান, পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। আরও কয়েকটি দল এই জোটে যুক্ত হওয়ার আগ্রহ দেখালেও বর্তমান সময়ে তা সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আসন সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে। পরবর্তীতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এই উদ্যোগে যুক্ত হয়। এসব দল অভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে যৌথ কর্মসূচি পালন করে আসছে।

নতুন করে এনসিপি ও এলডিপি যুক্ত হওয়ায় জোটের পরিধি আরও বিস্তৃত হলো বলে সংশ্লিষ্টরা জানান।

আরও পড়ুন: ঢাকা-১৭ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন তারেক রহমান

More like this
Related

বিএনপি ও এনসিপির সংঘর্ষ, আহত অন্তত ১৫

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের...

ঢাকা-১৭ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন তারেক রহমান

য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন...

আগামী ১২ই ফেরুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে সকল দেশী- বিদেশী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: শামা ওবায়েদ ইসলাম

শুভ সরকার,নড়াইল প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা...

একদিনের চাঁদাবাজি দিয়েই প্রতিদিন গণভোট দেওয়া যাবে: ডা. তাহের

একদিনের চাঁদাবাজি দিয়েই প্রতিদিন গণভোট দেওয়া যাবে: ডা. তাহের ঢাকা,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular