বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

খালেদা জিয়ার জানাজা বুধবার, জিয়াউর রহমানের পাশে দাফন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাকে শহিদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আগামীকাল একদিনের সাধারণ ছুটিও থাকবে। রাষ্ট্রীয় শোকের সময় দেশের সব সরকারি, অর্ধ-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

সভায় সিদ্ধান্ত হয়েছে, দেশের প্রতিটি মসজিদে এবং অন্যান্য ধর্মের উপাসনালয়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করা হবে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতেও শোক বই খোলা থাকবে।

সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার নিরাপত্তাসহ সকলক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

তিনি জানান, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তাঁকে শহিদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

আজকের সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন ও জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “জাতির পক্ষ থেকে আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাঁর দাফন ও জানাজার বিষয়ে যা যা প্রয়োজন সব ধরনের সহায়তা সরকার দেবে। এই সময়ে আমরা সবাই সমবেত হয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর চলে যাওয়া দেশের জন্য বিরাট ক্ষতি।”

More like this
Related

আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক অবশেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী...

নড়াইলে বিএনপি মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি নড়াইলে বিএনপি মহিলা দলের কর্মী সভা...

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা...

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular