মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে স্বশরীরে মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর গাইবান্ধার পাঁচটি আসনে মোট ৬০ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গাইবান্ধা জেলা সাতটি উপজেলা নিয়ে গঠিত পাঁচটি সংসদীয় আসনে এবারের নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন
আরও পড়ুন: মাকে হারিয়ে দেশবাসীর উদ্দেশে তারেক রহমানের আবেগঘন বার্তা
এ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন,
বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম, জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী, জামায়াতে ইসলামির মোঃ মজিবুর রহমান, সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর পরমানন্দ দাস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ রমজান আলী, এলডিপির মোঃ শরিফুল ইসলাম, আমজনতার দলের মোঃ কওছর আজম এবং স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল হক সরদার, মোছাঃ ছালমা আক্তার ও এবিএম মিজানুর রহমান।
গাইবান্ধা-২ (সদর) আসন
সদর আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন,
বিএনপির মোঃ আনিসুজ্জামান খান বাবু, জাতীয় পার্টির মোঃ আব্দুর রশীদ সরকার, জামায়াতে ইসলামির মোঃ আব্দুল করিম, কমিউনিস্ট পার্টির মিহির কুমার ঘোষ, খেলাফত মজলিসের এ কে এম গোলাম আযম, সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর আহসানুল হাবীব সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ শাহেদুর জাহান এবং জনতার দলের মোঃ মোসলেম আলী সরকার।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন
এ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন,
বিএনপির অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামির আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ এ টি এম আওলাদ হোসাইন, কমিউনিস্ট পার্টির মিহির কুমার ঘোষ, খেলাফত মজলিসের এ কে এম গোলাম আযম, জনতার দলের মোঃ মোসলেম আলী সরকার এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আজিজার রহমান ও এস এম খাদেমুল ইসলাম খুদি।
আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন
গোবিন্দগঞ্জ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন,
বিএনপির মোহাম্মদ শামীম কায়সার, জামায়াতে ইসলামির মোঃ আব্দুর রহিম সরকার, জাতীয় পার্টির কাজী মোঃ মশিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মোঃ আতোয়ারুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রউফ আকন্দ।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন
সবচেয়ে বেশি ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এ আসনে। তারা হলেন,
বিএনপির মোঃ ফারুক আলম সরকার, জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী, জামায়াতে ইসলামির মোঃ আব্দুল ওয়ারেছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আজিজুল ইসলাম, কমিউনিস্ট পার্টির নুরুল হোসেন সরকার, গণঅধিকার পরিষদের মোঃ সামিউল ইসলাম, সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মোছাঃ রাহেলা খাতুন এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ, এ এইচ এম গোলাম শহীদ রজ্জু, মোঃ শুকুর উদ্দিন আকন্দ ও মোঃ ময়েন উদ্দিন।
নির্বাচন সূচি
জেলা নির্বাচন অফিস জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। এরপর ১১ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করা হবে। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রার্থীরা ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার মৃত্যুর পেছনে দায়ী : আইন উপদেষ্টা
