বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

ভিপি নূর এর উপর হামালার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিস্টদের দোসর ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর এর উপর আইন শৃংখলা বাহিনীর ন্যাক্কারজনক বর্বরোচিত পৈশাচিক হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার ৩০ আগষ্ট দুপুর ১২ টার দিকে গণঅধিকার পরিষদের নড়াইল জেলা শাখার আয়োজেনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
 
বিক্ষোভ মিছিল শেষে নড়াইল প্রেসক্লব চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি ইমাম হোসেন সেলিম। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন।
 
এ সময় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক তাহাজ্বত খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল মোল্যা, ছাত্র অধিকার পরিষদের নড়াইল জেলা সভাপতি আনিসু্জ্জামান সোহাগ। বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চাইছে। তারই ধারাবাহিকতায় গতকাল ভিপি নূরের উপর  যে হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। জাতীয় পার্টিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। তবে আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে গণঅধিকার পরিষদ সর্বদা মাঠে থাকবে।

More like this
Related

নাইজেরিয়ায় খ্রিস্টান হত্যার অভিযোগে সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের...

ইসলামকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমেদ

নির্বাচনের সময় ঘনিয়ে এলেই একটি রাজনৈতিক দল ইসলামকে হাতিয়ার...

গাইবান্ধার দুই আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন, ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল‎

মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের...

স্বেচ্ছাসেবক দলের মুসাব্বিরকে সন্ত্রাসীরা গুলি করে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি‎‎স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular