মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধা সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শহরের পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে মোঃ মোশারফ হোসেন বাবু ৪৭১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীক নিয়ে মোঃ আব্দুল আউয়াল (আরজু) পান ৩২৪ ভোট। অপর প্রার্থী মটরসাইকেল প্রতীক নিয়ে মোঃ নুরুল আজাদ মন্ডল সামান্য ভোট পান।
সাধারণ সম্পাদক পদে এই পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে আনারস প্রতীক নিয়ে মোঃ মকছুদার রহমান ৩৮৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশিদুজ্জামান রশিদ হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী পান ২১০ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে কেউ কেউ নগণ্য ভোট পান।

সাংগঠনিক সম্পাদক পদে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ছয়জন প্রার্থী। এর মধ্যে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে মোঃ নূরে আলম সিদ্দিক পিটন সর্বোচ্চ ৩৬৬ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মই প্রতীক নিয়ে মোঃ হারুন অর রশিদ রাহাত তিনি পান ৩২৫ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে টিয়া পাখি প্রতীকের প্রার্থী পান ২৯০ ভোট, কলস প্রতীকের প্রার্থী ১৬৬ ভোট এবং মোমবাতি প্রতীকের প্রার্থী ১৩১ ভোট পান।
