বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর আজকের ম্যাচে রংপুর রাইডার্সকে সুপার ওভারে হারিয়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রোমাঞ্চে ভরা দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
রাজশাহী ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে রংপুর রাইডার্সও একই সময়ে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানের সমান সংগ্রহ করে ম্যাচ টাই-তে নিয়ে যায়।
শেষ ওভারে রংপুরকে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান, কিন্তু শেষ বল পর্যন্ত তারা এক রান তুলতে পারে মাত্র। ক্রিজে নতুন ব্যাটারের দায়িত্বে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ রান নিতে গিয়ে রান-আউট হলে ম্যাচ ড্রতে শেষ হয় । ফলে বিজয় নির্ণয়ের জন্য ম্যাচটি গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স মাত্র ৬ রান করতে সক্ষম হয় ২ উইকেটে, যেখানে মাত্র ৩ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স।
সিলেটে শুরু থেকেই লড়াই:
রংপুরের জবাবে শুরুতে লিটন দাস (১১ বলে ১৬) আউট হলেও ডেভিড মালান ও তাওহিদ হৃদয় দ্বিতীয় উইকেটে ৭২ বলে ১০০ রানের বড় জুটি গড়ে দলের জয়কে সম্ভাব্য করে তোলেন। হৃদয় ৩৫ বলে অর্ধশত রান করেন এবং এরপর ৩৯ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন। অপর দিকে মালান অপরাজিত ছিলেন ৬৩ রানে, ৫০ বলে তার ইনিংসটি ছিল উদ্বেলিত।
রিপন মণ্ডল ও এসএম মেহরব মিলে ২টি করে উইকেটও নেন।
রাজশাহীর সংগ্রহ:
রাজশাহী ব্যাট করতে নেমে শুরুতে তানজিদ হাসান তামিম (২) হারালেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাহিবজাদা ফারহান জুটি গড়ে দলের স্কোর ৮ উইকেটে ১৫৯ রান পর্যন্ত নিয়ে যান। শান্ত ৩০ বল করে ৪১ রান করেন এবং ফারহান ৪৬ বলের ইনিংসে ৬৫ রান সংগ্রহ করেন, যা তার বিপিএলে প্রথম ফিফটি।
বোলিংয়ে ফাহিম আশরাফ ৪৩ রান খরচায় ৩ উইকেট নেন এবং আলিস আল ইসলাম ১৬ রানে ২ উইকেট নিয়েছেন। মোস্তাফিজুর রহমানও একটি উইকেট নিয়েছেন।
