শুভ সরকার নড়াইল প্রতিনিধি

নড়াইলে অটিজম শিশুদের নিয়ে দিনব্যাপী ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্টিত হয়েছে। বিভিন্ন প্রতিষ্টানের অর্ধশতাধিক শিশু এ আনন্দ উৎসবে অংশগ্রহন করেন। কর্মসূচিতে অংশগ্রহন করতে পেরে খুশি অংশ গ্রহনকারীরা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় নড়াইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে অটিজম শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্টিত হয়। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্তু দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অটিজম শিশুরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করতে পেরে খুশি।
অটিজম শিশুদের মুলধারার সাথে সংযুক্ত করতে সরকারের পক্ষ থেকে বি়ভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে। তাদেরকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার করা হচ্ছে।
