বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

পুতিনকে ট্রাম্পের হুঁশিয়ারি: যুদ্ধ না থামালে ‘গুরুতর পরিণতি’

আন্তর্জাতিক ডেস্ক || এশিয়ান টাইমস বিডি

ইউক্রেন যুদ্ধ না থামালে ‘গুরুতর পরিণতি’: পুতিনকে ট্রাম্পের হুঁশিয়ারি

আলাস্কায় শীর্ষ বৈঠকের আগে উত্তপ্ত বার্তা, হতে পারে ত্রিপক্ষীয় আলোচনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হলে তাকে ‘অত্যন্ত গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন এক শীর্ষ বৈঠকে এই বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচ্য হিসেবে উঠে আসবে বলেও জানিয়েছেন তিনি।

আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে আগামী শুক্রবার ট্রাম্প ও পুতিনের সরাসরি বৈঠক হতে যাচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন ও রয়টার্সের খবরে বলা হয়, আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে আগামী শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর পুতিনের সঙ্গে এটি তার প্রথম সরাসরি বৈঠক হতে যাচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন,
“পুতিন যদি যুদ্ধ থামাতে রাজি না হন, তাহলে রাশিয়াকে অবশ্যই শাস্তি পেতে হবে।”

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও জানান, শাস্তি কী ধরনের হবে—নিষেধাজ্ঞা না শুল্ক—তা এখনই প্রকাশ করা হবে না। তবে ট্রাম্প স্পষ্ট করেন, “জেনে রাখুন, পরিণতি হবে অত্যন্ত গুরুতর।”

আরও পড়ুনসাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান, ট্রাকে ট্রাকে তল্লাশি

পুতিনকে ট্রাম্পের হুঁশিয়ারি: যুদ্ধ না থামালে ‘গুরুতর পরিণতি’

এই হুঁশিয়ারির আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। বৈঠককে তিনি ‘খুব ভালো’ এবং ‘অত্যন্ত আন্তরিক’ বলে উল্লেখ করেন।

আরও পড়ুননভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, বিএনপি ভোটে জিতলে হবেন প্রধানমন্ত্রী

এদিকে, তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই শীর্ষ বৈঠক থেকেই পুতিন, জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে সম্ভাব্য এক ত্রিপক্ষীয় আলোচনার পথ খুলে যেতে পারে। ট্রাম্প নিজেও বিষয়টি ইঙ্গিত দিয়েছেন।

বিশ্ববাসী এখন তাকিয়ে আছে—এই বৈঠকে কী সিদ্ধান্ত আসে, এবং আদৌ ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় কি না।

আরও পড়ুনজুলাই সনদে একবিন্দু ছাড় নয়: নাহিদ

More like this
Related

নামাজে যাওয়াতেই প্রাণে বেঁচে গেলেন হামাস নেতারা?

আন্তর্জাতিক ডেস্ক দুইদিন আগে কাতারের দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular