শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।


‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী শিক্ষক নাসরিন আক্তার, দেলাল হোসেন, প্রভাতী শাখার ইনচার্জ সাইফুল ইসলাম, দিবা শাখার ইনচার্জ আসমা আক্তার বানু, কৃতী শিক্ষার্থী ঐশী সরকার, ফাইজা ফাদিলা প্রকৃতি, সুমাইয়া তুষ সাদিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী স্বপন কুমার সাহা।


‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, শুধু পরীক্ষায় কৃতিত্ব অর্জন করলেই হবে না, মানুষ হিসেবে কৃতিত্ব অর্জন করতে হবে। আমাদের সমাজের জন্য ভালো মানুষ খুব প্রয়োজন। শিক্ষা জীবন শেষে কর্মজীবনে প্রত্যেক শিক্ষার্থীকে দুর্নীতিমুক্ত থাকতে হবে।


‎২০২৫ সালের এসএসসিতে এই বিদ্যালয় থেকে ১৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে মানবিক বিভাগ থেকে সুমাইয়া ইসলাম নুহিন প্রথম, সুরাইয়া সুলতানা জইতি তৃতীয় ও তাহসিন মুস্তারী ১০ম স্থান অধিকার করেছে। বোর্ডে কৃতিত্বপূর্ণ স্থান অধিকার করায় তিন শিক্ষার্থী বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

More like this
Related

সাঘাটার অবৈধ কয়লা কারখানার বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ

মাহমুদুল হাবিব রিপন: ‎গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালের...

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ডেস্ক জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা জুলাইযোদ্ধা জাহাঙ্গীর...

বেদখলকৃত জমি উদ্ধারে মাঠে নেমেছে নড়াইল জেলা পরিষদ

নড়াইল প্রতিনিধি দীর্ঘদিন যাবত নড়াইল জেলা পরিষদের বেদখলে থাকা কোটি...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মে তোলপাড় গাইবান্ধা

মোঃ মাহমুদুল হাবিব রিপন‎: গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা পৌরসভার নুরুল হক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular