ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কোনো প্রভাব নেই। তিনি বলেন, “জাকির নায়েককে যারা দেশে আনার চেষ্টা করছেন, তাদের সঙ্গে আমাদের একটি দলের বৈঠক হয়েছে। তবে এটা আমার এখতিয়ারের বিষয় নয়। কোনো বিদেশি অতিথি দেশে আসবেন কি না, তা সম্পূর্ণভাবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তারা প্রয়োজনীয় অনুমতি দেবেন।”
রোববার (২ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “ধর্ম উপদেষ্টা হিসেবে আমার কাছে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি দেখবেন। কোনো আইনগত বাধা আছে কি না, সেটিও সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্ধারণ করবেন।”
তিনি যোগ করেন, “পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন, তারা এই বিষয়ে এখনও অবহিত নন। বিদেশি অতিথি আসার সব বিষয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করে সিদ্ধান্ত নেবে। ধর্ম উপদেষ্টার কাছে কোনো এখতিয়ার নেই।”
