য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন চমক সৃষ্টি হয়েছে। রাজধানীর ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮.১২.২৫) সকাল ১১টা ২৬ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে জানানো হয়, রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেলা ১১টায় তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
আরও পড়ুন: দেশে ফেরার পর প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান
বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানানো হয়।
এর আগে বিএনপি দুই দফায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। ওই তালিকায় ঢাকার তিনটি সংসদীয় আসন ফাঁকা রাখা হয়, যার মধ্যে ঢাকা-১৭ আসনও অন্তর্ভুক্ত ছিল। এবার সেই আসন থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন সংগ্রহকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন: তারেক রহমানের গণসংবর্ধনায় ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষ রোপন কর্মসূচি বিএনপির
