দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। নতুন এই মূল্য আজ পহেলা জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে।
৩১ ডিসেম্বর বুধবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, জানুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানো হয়েছে।
নতুন দামে প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০২ টাকা, কেরোসিনের দাম ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা এবং অকটেনের দাম লিটারপ্রতি ১২২ টাকা।
আরও পড়ুন: গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার
সরকার গত বছরের মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতির আওতায় প্রতি মাসেই জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দামও নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রতিবেশী দেশ ভারতসহ উন্নত অনেক দেশেই প্রতি মাসে জ্বালানির মূল্য সমন্বয় করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ কর্মসূচির শর্ত অনুযায়ী গত বছরের ২৯ ফেব্রুয়ারি দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি ঘোষণা করা হয়। এই পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দেশের বাজারেও কমবে, আর বাড়লে দেশের বাজারেও দাম বাড়বে।
