মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-০২ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ৫ জন এবং গাইবান্ধা-০২ সদর আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
আরও পড়ুন: পলাশবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১২
বাতিল হওয়া প্রার্থীরা হলেন,
গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরিতে নিয়োজিত থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান, সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার ও মো. মোস্তফা মহসিন, দলের মনোনয়ন সঠিক না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার।
গাইবান্ধা-০২ সদর আসনে দলের মনোনয়নপত্র সঠিক না থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মাজেদ এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী একেএম গোলাম আযমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাই শেষে এ ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ ও গাইবান্ধা-০২ সদর আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
আরও পড়ুন: গাইবান্ধায় গাছ চাপায় দুই বোনের মর্মান্তিক মৃত্যু
