মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া প্রিন্সিপালপাড়া আইডিয়াল মহাবিদ্যালয় মাঠে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের পরিচালক ও বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক তৌহিদ জাহান মিতালি এবং ডা. ইলতুতমিস আকন্দ পিন্টু। এছাড়া ট্রাস্টের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই মানবিক উদ্যোগে অংশ নেন।
আরও পড়ুন: দুই দিনের যাচাই-বাছাই শেষে গাইবান্ধায় বৈধ ২৯, বাতিল ১৬ মনোনয়ন
ট্রাস্টের পরিচালক ইব্রাহিম আকন্দ সেলিম বলেন,
শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার জন্য আমাদের এই ছোট প্রচেষ্টা। আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট সবসময়ই অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চায়।
স্থানীয়রা ট্রাস্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষ চরম কষ্টে থাকে, তখন এমন সহায়তা তাদের জন্য বড় উপকার বয়ে আনে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আরও পড়ুন: পলাশবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১২
