ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি তিনি হজরত শাহজালাল (রা.) ও শাহপরান (রা.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারনার কার্যক্রম সূচনা করবেন।
বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্রে জানা যাই, তারেক রহমান ওই দিন সকালে ঢাকা থেকে সিলেটে পৌঁছে প্রথমে দুই দরবার শরিফে জিয়ারত করবেন। তারপর তিনি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
আরও পড়ুন: কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ
এর মধ্য দিয়েই সারাদেশে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
বিএনপির সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরুরএকটি বিশেষ রাজনৈতিক ইতিহাসের তাৎপর্য রয়েছে। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেট থেকে মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছিলেন। ওই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি।
পরবর্তীতেও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়া হজরত শাহজালাল (রা.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে অংশ নেন। তবে ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এবার এই ঐতিহ্যবাহী দায়িত্ব পালন করতে যাচ্ছেন তারেক রহমান।
এদিকে দলীয় সূত্র জানায়, খুব শিগগিরই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে। তবে কখন এবং কোন প্রক্রিয়ায় তাকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। আসন্ন নির্বাচনের সময়সূচিকে সামনে রেখে দলকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানা গেছে ।
