বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

ঐতিহাসিক সিলেট থেকেই বিএনপির নির্বাচনী লড়াই শুরু, ২২ জানুয়ারি মাঠে নামছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি তিনি হজরত শাহজালাল (রা.) ও শাহপরান (রা.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারনার কার্যক্রম সূচনা করবেন।

বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্রে জানা যাই, তারেক রহমান ওই দিন সকালে ঢাকা থেকে সিলেটে পৌঁছে প্রথমে দুই দরবার শরিফে জিয়ারত করবেন। তারপর তিনি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

আরও পড়ুন: কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ

এর মধ্য দিয়েই সারাদেশে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

বিএনপির সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরুরএকটি বিশেষ রাজনৈতিক ইতিহাসের তাৎপর্য রয়েছে। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেট থেকে মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছিলেন। ওই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি।

পরবর্তীতেও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়া হজরত শাহজালাল (রা.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে অংশ নেন। তবে ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এবার এই ঐতিহ্যবাহী দায়িত্ব পালন করতে যাচ্ছেন তারেক রহমান।

এদিকে দলীয় সূত্র জানায়, খুব শিগগিরই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে। তবে কখন এবং কোন প্রক্রিয়ায় তাকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। আসন্ন নির্বাচনের সময়সূচিকে সামনে রেখে দলকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানা গেছে ।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

More like this
Related

বিএনপি ও এনসিপির সংঘর্ষ, আহত অন্তত ১৫

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের...

গাইবান্ধার দুই আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন, ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল‎

মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের...

সব ধর্মের মানুষের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে, তারেক রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দুধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন...

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular