শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল হাতে লিখা চিরকুট

রাজশাহী, শুক্রবার সকাল ৯টা: পবা উপজেলার বামুনশিকড় এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কালাম পারভেজ।

নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা মিনারুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিন (১৩) ও মেয়ে মিথিলা (২)। খড়খড়ি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল মাহিন। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে ঋণের প্রসঙ্গ উল্লেখ আছে।

ছবি: সংগৃহীত

পুলিশ ও স্থানীয়দের তথ্যে জানা যায়, মিনারুল ইসলাম কৃষিকাজ করতেন এবং অনেকে তাঁর কাছে টাকা পাওনা ছিলেন। পরিবারের বসতবাড়ির উত্তর দিকের ঘর থেকে মনিরা ও মিথিলার মরদেহ এবং দক্ষিণ দিকের ঘর থেকে মিনারুল ও মাহিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে চিরকুটটি মিনারুলের লেখা বলে ধারণা করা হলেও, পরীক্ষা–নিরীক্ষা শেষে হলে এ বিষয়ে নিশ্চিত করে বলা ।

More like this
Related

গাইবান্ধায় গাছ চাপায় দুই বোনের মর্মান্তিক মৃত্যু

মাহমুদুল হাবিব রিপন, প্রতিনিধি‎ ‎গাইবান্ধায় গাছ কাটার সময় কাটা গাছের...

গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজায় ৫৮২ মণ্ডপে র‍্যাবের কড়া নিরাপত্তা

মাহমুদুল হাবিব রিপন: ‎গাইবান্ধা প্রতিনিধি আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে গাইবান্ধা...

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের নাটক, গ্রেপ্তার ৪

নড়াইল সদর উপজেলার তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যা (৩৮) কে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular