
ঈশ্বরদীর পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। । ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর এ কথা জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন: ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. ত. ম. শহীদুজ্জামান নাসিম (৭৫), পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল ইসলাম (৫৮), পৌর ছাত্রলীগের সভাপতি আবির হোসেন শৈশব (২৮) এবং লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক (২৪)।
তারা সবাই ২০২৪ সালের ৪ আগস্ট ঈশ্বরদীতে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলার আসামি। পুলিশ জানায়, মামলায় প্রত্যক্ষভাবে জড়িত থাকলেও তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আরও পড়ুন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

আরও পড়ুন: গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট রাত আনুমানিক দেড়টার দিকে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রাম থেকে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মোক্তার আলী প্রামাণিকের ছেলে।
এর আগে ১৬ আগস্ট মধ্যরাতে বিদেশে পালানোর সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৌর ছাত্রলীগ সভাপতি আবির হোসেন শৈশবকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পৌর এলাকার পিয়ারাখালী জামতলার জহির হোসেনের ছেলে।
আরও আগে, ১৫ আগস্ট রাত ১টা থেকে ২টার মধ্যে পৌর এলাকার মশুরিয়াপাড়া থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলাম এবং শেরশাহ রোড বেলতলা এলাকা থেকে আওয়ামী লীগ নেতা শহীদুজ্জামান নাসিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর।