শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

নাটোরে পৃথক দুই অভিযানে ১৭৪ কেজি গাজা উদ্ধার, গ্রেফতার চারজন “

নাটোরে পৃথক দুই অভিযানে ১৭৪ কেজি গাজা উদ্ধার, ছবি সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) , নাটোরের একটি টিম ভোর ৪.০০ টা হতে নাটোর সদর থানাধীন বনবেলঘরিয়া এলাকায় চেকপোষ্ট ডিউটি শুরু করে। ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় নোয়াখালী হতে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলস্ (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৫৪০) তল্লাশি করাকালে I-1, I-2 যাত্রী সিটের পায়ের নিচে পৃথক দুই বস্তায় রাখা ১৪ কেজি গাজাসহ মোঃ ওয়াদুদ আলী (২৫), পিতা-মোঃ দুলাল উদ্দিন, মাতা- মোসাঃ ফরিদা বেগম, সাং- ভগরইল (মধ্যপাড়া), ইউপি- নাচোল, থানা- নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ও মোঃ ফসের আলী সোহেল (২৯), পিতা-মৃত বাহার আলী, মাতা- মৃত মালেকা বিবি, সাং- কয়লার দিয়ার, ইউপি- শ্যামপুর, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্ব্যক গ্রেফতার করে ।

আরও পড়ুনঃ নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

একই তারিখে অপর অভিযানে সকাল অনুমান ৬.৩০ ঘটিকার সময় ঢাকা-নারায়গঞ্জ হতে চাঁপাইনবাবগঞ্জগামী প্লাষ্টিকের ক্যারেট বহনকারী (ঢাকা-মেট্রো-ট-১৫-০২২৭) ট্রাকটি তল্লাশি করে প্লাষ্টিকের ক্যারেটের নিচে ছয়টি চটের বস্তায় মোট ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

মোঃ লালান (২৫), পিতা-মোঃ মজু, মাতা-মোসাঃ মানোয়ারা বেগম,সাং- শেখটোলা (কাশিবাটিপাড়া), ০৬নং ওয়ার্ড, শিবগঞ্জ হপৌরসভা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ও মোঃ সাবেরুল ইসলাম শহিদ (৩৫), পিতা-মোঃ সাইদুর রহমান, মাতা- মোসাঃ তাজকেরা বেগম, সাং-শেখটোলা (কাশিবাটিপাড়া), ০৬নং ওয়ার্ড, শিবগঞ্জ পৌরসভা,থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়

আরও পড়ুনঃ বিশ্ব শিক্ষক দিবসে বাগাতিপাড়ার গুণী শিক্ষক স্বপ্না রানী ও আয়েশা আক্তার

এই বিষয়ে নাটোর সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। এই সংক্রান্তে নাটোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় বলেন,

মাদকের বিরুদ্ধে নাটোর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কার্যক্রম পরিচালনা করছে। নাটোর জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এই অভিযান আরো জোরদার করা হবে।

আরও পড়ুনঃ সাদুল্লাপুরে পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

More like this
Related

মৌচাকে সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রাজধানীর মৌচাকে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত...

নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী...

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলন ঘিরে...

গোবিন্দগঞ্জে তিন দশকেও মাঠ পায়নি কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুদের শৈশব আটকে গভীর খাদে

মোঃ মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি. গাইবান্ধার বেশিরভাগ সরকারি প্রাথমিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular