শুভ সরকার,নড়াইল

নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস, এম , সুলতানের ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ১০ অক্টোবর দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, নড়াইল এর আয়োজনে এসএম সুলতানের সমাধিস্থলে কোরআন খতম, শিশুদের চিত্রাঙ্কন, সুলতানের কবরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল, শিশুদের অঙ্কিত ছবির প্রদর্শনী, সুলতানের জীবন ও কর্মের ওপর আলোচনা এবং পুরস্কার বিতরণ এর আয়োজন করা হয়।
জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, এস, এম সুলতান ফাউন্ডেশন, জেলা বিএনপি, জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল প্রেসক্লাব,এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, এস,এম, সুলতান বেঙ্গল চার“ ও কার“কলা মহাবিদ্যালয়সহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা পরিষদের নির্বাহী মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শাখার কার্যকরী সদস্য মোঃ হেমায়েতুল হক হিমু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ এস,এম আব্দুল হক,সাধারন সম্পাদক এস,এম মাহবুবুর রশীদ লাবলু, এ,এম, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তদ্রা মূখার্জীসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। চিত্রশিল্পী এস এম সুলতান অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় (সংগ্রহশালা চত্বরে ) তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
আরও পড়ুন: নড়াইলে বিএনপির কর্মি সভা অনুষ্ঠিত
