ইশরাক হোসেন বিয়ের পিঁড়িতে বসছেন। জানা গেল পাত্রীর পরিচয়।

রাজনীতি নয় এবার হৃদয়ের মাঠে সুখবর দিলেন, বিয়ে করেছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও অবিভক্ত ঢাকার মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন। দীর্ঘদিন রাজপথে স্লোগান তুললেও এবার ব্যক্তিগত জীবনে দিলেন এক বড়সড় মোড়, দলীয় কর্মসূচির মতোই হঠাৎ করেই ঘোষণা এলো বাগদান সম্পন্ন। প্রশ্ন এখন একটাই বাগদান সম্পন্ন করা ইশরাক হোসেনের হবু স্ত্রী কে কি বা তার পরিচয়।
জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে ব্যারিস্টার নুসরাত খান ও ইশরাক হোসেনের আংটি পরানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
নুসরাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে। ১১ই অক্টোবর শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আংটি পরানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশরাক হোসেনের মা ইসমত হোসেন, কনের বাবা নুর মোহাম্মদ খানসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।
ইশরাক হোসেনের মা ইসমত হোসেন এবং মেয়ের বাবা নূর মোহাম্মদ নব দম্পতিদের তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
