বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রমের প্রতিবাদে কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন মোবাইল ব্যবসায়ীরা। একপর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার সৃষ্টি হয়।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম গণমাধ্যমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। তাঁর ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই এ ব্যবস্থা নেওয়া হয়।

এই ঘটনার ফলে কিছু সময়ের জন্য কারওয়ান বাজার মোড় দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও সাধারণ পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

পরবর্তীতে আন্দোলনকারীরা বসুন্ধরা শপিংমলের সামনের এলাকায় অবস্থান নেন। দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়।

উল্লেখ্য, এনইআইআর কার্যক্রম চালুর বিরোধিতা এবং মোবাইল খাতে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে রোববার সকাল ৯টার পর থেকে এই কর্মসূচি শুরু করেন মোবাইল ব্যবসায়ীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কারওয়ান বাজার এলাকা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে।

More like this
Related

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুনকে (২৭) হত্যার দায়ে স্বামী...

সাতক্ষীরায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মী সাময়িক বহিষ্কার

সাতক্ষীরা প্রতিনিধি:এশিয়ান টাইমস বিডি দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং...

নড়াইল মুচিপুলে সূর্য সেন সার্বজনীন দুর্গা মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে নড়াইল শহরের মুচিপুল...

মধ্যেরাতে মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular