
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বজ্রপাতে আবু তালেব (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিমালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই আবু তালেব তার ধানের জমিতে কৃষিকাজ করছিলেন। হঠাৎ করেই প্রবল শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের কৃষকরা ছুটে এসে দেখতে পান, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
হঠাৎ এ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃতের পরিবার স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, আবু তালেব ছিলেন পরিশ্রমী কৃষক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবার নিদারুণ কষ্টে পড়বে।
আরও পড়ুন: পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার

বজ্রপাতে প্রাণহানি বাড়ছে
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে গ্রামে বজ্রপাতে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। সচেতনতা ও নিরাপদ আশ্রয়ে না যাওয়ার কারণে প্রাণহানি বাড়ছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝড়-বৃষ্টির সময় কৃষক ও সাধারণ মানুষকে খোলা মাঠে না থাকার জন্য আহ্বান জানিয়েছেন তারা।