শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

লাইনচ্যুত বগি রেখেই রাজশাহী থেকে ঈশ্বরদী ছুটল ট্রেন

লাইনচ্যুত বগি রেখেই রাজশাহী থেকে ঈশ্বরদী ছুটল ট্রেন

রাজশাহীতে লাইনচ্যুত অবস্থায় একটি বগি ফেলে রেখেই যাত্রা করেছে চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটের লোকাল ‘সিক্স ডাউন’ ট্রেন। প্রায় চার ঘণ্টা পর দুপুর ২টার দিকে বগিটি উদ্ধার করা হয়।

‎রোববার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের সাত নম্বর লাইনে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে বেলা ১১টা ৪০ মিনিটে বগিটি রেখেই ট্রেনটি ঈশ্বরদীর উদ্দেশে রওনা দেয়।

‎স্টেশন সূত্রে জানা গেছে, রাজশাহী রেলওয়ে স্টেশনের ৬ ও ৭ নম্বর লাইনে চাঁপাইনবাবগঞ্জ রুটের ট্রেন চলাচল করে। লাইনচ্যুতির কারণে ওই বগিটি দীর্ঘ সময় স্টেশনে পড়ে থাকলেও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়নি। অবশেষে রেলওয়ের কর্মীরা প্রায় চার ঘণ্টার চেষ্টায় বগিটি উদ্ধার করতে সক্ষম হন। এরপর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

‎এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী লোকাল সিক্স ডাউন ট্রেনের একটি বগি রাজশাহী স্টেশনে লাইনচ্যুত হয়। সকাল ১০টার দিকে লাইনচ্যুতির ঘটনা ঘটলেও বেলা ১১টা ৪০ মিনিটে বগিটি রেখে ট্রেনটি ছেড়ে যায়। পরে দুপুর ১টা ৫০ মিনিটে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

More like this
Related

গাইবান্ধায় ঘাঘট পাড়ে মুক্তমঞ্চ উদ্বোধন

মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি প্রকৃতির ছোঁয়ায় নগর হোক প্রাণবন্ত, সবুজ...

গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবীতে মানববন্ধন

‎ মাহমুদুল হাবিব রিপন: গাইবান্ধা প্রতিনিধি ‎গাইবান্ধায় প্রস্তাবিত গাইবান্ধা পলিটেকনিক...

বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে নিলো নববধূ

‎গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এক নব্যবিবাহিত দম্পতির বাসর রাতে...

প্রথম আলো-তে মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে নড়াইলে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular