বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মালঞ্চি ও বিহারকোল বাজার এলাকায় অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন নেতৃত্বে পরিচালিত অভিযানে, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে মালঞ্চি বাজারের গারোদিয়া অ্যান্ড সন্স এর মালিক সুভাশীষ গারোদিয়া কে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে বিহারকোল এলাকায় অবস্থিত মেসার্স তুলসী ট্রেডার্স এর স্বত্বাধিকারী শ্যাম সুন্দর মোর কে ৭ হাজার টাকা জরিমানা করা হয় (ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী)।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন বাগাতিপাড়া মডেল থানার পুলিশ।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কৃষকদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।