গাইবান্ধা জেলার সদর থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এক যুবকের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও অধিদপ্তরের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টার দিকে গাইবান্ধা সদর থানার মালিবাড়ী (ক্ষিদির মাষ্টারপাড়া গ্রামের জনৈক মোঃ হুমায়ুন কবিরের ভাই ভাই ভ্যাটেনারী স্টোর সংলগ্ন এলাকায় সুন্দরগঞ্জ ধর্মপুর থেকে গাইবান্ধা গামী একটি নম্বরবিহীন নীল রঙের সিএনজি গতিরোধ করা হয়।
আরো পড়ুন:র্যাবের অভিযানে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, ৩ জন গ্রেফতার
পরিদর্শক মোঃ জাকির হাসান বাপ্পী (২৮), বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার তাড়োলা পৌরসভার ২ নং ওয়ার্ডের মোজাহার আলীর ছেলে। তিনি যাত্রীবেশে পিছনের সিটে বসে থাকা অবস্থায় তার কাছে থাকা কালো রঙের ট্রাভেল ব্যাগ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের স্থানীয় বাজারমূল্য আনুমানিক ২০,০০০ টাকা।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল হিসেবে উপস্থিত ছিলেন –
১. সিপাই মোঃ আবু হাসান সিদ্দিক ২. সিপাই জয়ন্ত কুমার সাহা ৩. সিপাই মোঃ সাঈদ আনোয়ার
৪. সিপাই মোঃ সোলায়মান গনি
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিএনজির চালক মোঃ জাহিদুল ইসলাম জিয়া (৪৫), যাত্রী মোঃ আবুল কালাম আজাদ (৫৫) এবং স্টোর মালিক মোঃ হুমায়ুন কবির (৩২)। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার মধ্যে থেকে ১০ গ্রাম নমুনা ‘ক’ চিহ্নিত করে রাসায়নিক পরীক্ষার জন্য পৃথক করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ মোঃ জাকির হাসান বাপ্পীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করেছে। গ্রেফতারকৃত আসামী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন:গাইবান্ধায় মাদকদ্রব্য সেবনে তিন যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড