বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজায় ৫৮২ মণ্ডপে র‍্যাবের কড়া নিরাপত্তা

মাহমুদুল হাবিব রিপন: ‎গাইবান্ধা প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে গাইবান্ধা জেলার ৫৮২টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে র‍্যাব।

গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজায় ৫৮২ মণ্ডপে র‍্যাবরে কড়া নিরাপত্তা
গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজায় ৫৮২ মণ্ডপে র‍্যাবরে কড়া নিরাপত্তা


‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় শহরের ভিএইড রোড় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১৩ এর কর্মকতারা। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
‎র‍্যাব জানায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন থাকবে। জেলার সর্বত্র গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা হবে।


‎বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে, প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম চলবে।
‎দুষ্কৃতিকারীদের হামলা, ভাঙচুর, চুরি বা ডাকাতি প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
‎সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে র‍্যাব সাইবার মনিটরিং টিম কাজ করবে।
‎প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।


‎প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার আনিচ বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি সার্বজনীন মিলনমেলা। বাঙালির সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক এই মহোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‍্যাব সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।

More like this
Related

বাগাতিপাড়ায় কাঁথাফোঁড়ের আয়েই চলছে মানিকজানের জীবনের চাকা

ফজলে রাব্বি,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: বাগাতিপাড়ায় কাঁথাফোঁড়ের আয়েই চলছে মানিকজানের জীবনের...

চাঁদাবাজদের হুমকিতে বন্ধ বৈধ বালু ব্যবসা

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলার মহিমাগঞ্জ...

গাইবান্ধায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ (মাজার এলাকা)...

বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে দুই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular