বুধবার, নভেম্বর ৫, ২০২৫

বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর

বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যে পরিবর্তন এনেছে, তা নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।

বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর চন্দ্র রায়

রোববার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। যেভাবে প্রতিবাদ করা উচিত, বিএনপি তা না করে জনগণের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরছে।”

তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে, তা নিয়ে সরকার নীরব রয়েছে। এই সনদ ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে—এটি এখন জনগণ বুঝে ফেলেছে।”

বিএনপির এই নেতা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তনগুলো নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে।

তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় ফেরার সম্ভাবনা রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্ক তৈরি করা হচ্ছে।”

More like this
Related

চাকসু শিবির সমর্থিত ভিপি প্রার্থী বাগাতিপাড়ার রনি

মোঃ ফজলে রাব্বি: বাগাতিপাড়া(নাটোর)প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ...

মনোনয়ন বাতিল না হলে লাগাতার কর্মসূচির হুমকি বিএনপি নেতা টিপুর সমর্থকদের

বাগাতিপাড়া (নাটোর)প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।...

গণ অধিকার পরিষদ ও জামায়াত ঘুরে এনসিপিতে, অবশেষে অব্যাহতি আজিজুর রহমানের

মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি‎‎গণ অধিকার পরিষদ থেকে রাজনৈতিক...

বিএনপির ২০০ আসনে একক প্রার্থী তালিকা প্রস্তুত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন নির্বাচনী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular