বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও কবর জিয়ারত করে দোয়া ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। অনেককে কবরের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত জানাজায় অংশ নেওয়ার পর গ্রামে ফেরার আগে প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে আসছেন অসংখ্য মানুষ। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে আসছেন। মাজার কমপ্লেক্সের পূর্ব পাশে বসে কোরআন তেলাওয়াত করতেও দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের।

২৪ ঘণ্টা বন্ধ থাকার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে যাওয়ার লেক রোডটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। দুপুর ১২টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কবর জিয়ারতের অনুমতি দেওয়া হলে মানুষের ঢল নামে। জিয়া উদ্যানের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন: দ্রুতগতির ট্রাক উল্টে নিহত ৪, আহত একাধিক

এদিন বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বৃহস্পতিবার সকালে জিয়া উদ্যান পুলিশ বক্সের সামনে অবস্থান নিয়ে কবর জিয়ারত করেন।

পঞ্চগড় জেলা বিএনপির পক্ষ থেকেও খালেদা জিয়ার কবর জিয়ারত করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচু বলেন, ‘বাংলাদেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে আমরা বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে এসেছি। তার রেখে যাওয়া জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

খালেদা জিয়ার মাজারকে ঘিরে দিনভর শোকাবহ পরিবেশের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে আবেগঘন উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: মৌচাকে সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

More like this
Related

একাত্তরের গণহত্যা সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন: জামায়াতে ইসলামী

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতাবিরোধী অপরাধ বা...

আগামী ১২ই ফেরুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে সকল দেশী- বিদেশী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: শামা ওবায়েদ ইসলাম

শুভ সরকার,নড়াইল প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা...

দুই দিনের যাচাই-বাছাই শেষে গাইবান্ধায় বৈধ ২৯, বাতিল ১৬ মনোনয়ন

মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি:‎‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র...

দেশে ফেরার পর প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular