
ভিডিও দেখুন
দূর থেকে দেখলে মনে হবে আধুনিক কোনো প্রাইভেট কার ছুটে চলছে নদীর বুকে। কিন্তু কাছে আসলেই বোঝা যায়,এটি আসলে অভিনব এক স্পিডবোট। এমন ব্যতিক্রমী নৌযান তৈরি করেছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দশম শ্রেণির ছাত্র রাহাত মিয়া।
রাহাতের তৈরি এই বোট দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের গ্রাম থেকে শুরু করে দূর-দূরান্তের কৌতূহলী মানুষ। কেউ মোবাইল ক্যামেরায় ভিডিও করছেন, কেউ আবার বিশ্বাসই করতে পারছেন না,নদীতে সত্যিই চলছে গাড়ি!
সম্পূর্ণ ফাইবার দিয়ে তৈরি ল্যাম্বোরগিনি আকৃতির এ বোটে একসাথে পাঁচজন বসতে পারেন। ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এ নৌযান, জ্বালানি খরচ মাত্র ২ লিটার। নিরাপত্তার জন্য রাখা হয়েছে লাইটিং সিস্টেম, ইমার্জেন্সি সিগনাল ও সাইরেন। ছোটবেলা থেকেই কিছু নতুন করার স্বপ্ন দেখি। এই স্পিডবোট তারই প্রথম ধাপ। সামনে আরও উন্নত নকশার যান তৈরি করতে চাই।

শুধু স্পিডবোট নয়,রাহাত ইতোমধ্যেই তৈরি করেছেন ফায়ার ফাইটার রোবট, ওয়াল ক্লাইম্বার রোবটসহ নানা উদ্ভাবনী যন্ত্র। তার এই উদ্যোগকে গ্রামীণ জীবনে নতুন সম্ভাবনা হিসেবেও দেখছেন স্থানীয়রা।
আরো পড়ুন: গাইবান্ধায় বিএডিসি সেচ প্রকল্পে ঘুষ-বাণিজ্য
আমাদের চরাঞ্চলে যাতায়াতে এটা অনেক উপকারে আসবে। এধরনের উদ্যোগ তরুণদের উৎসাহিত করবে।
বর্ষায় নদীতে চলবে এই অভিনব যান। আর ভবিষ্যতে বিশেষ চাকা ও গিয়ার সিস্টেম যোগ করে রাস্তায় চালানোর পরিকল্পনাও রয়েছে তরুণ এই স্বপ্নবাজের। গ্রামের উঠোন থেকে শুরু হলেও—রাহাতের চোখে ভাসছে বড় স্বপ্ন।
আরো পড়ুন: আধুনিকতার চাপে বিলুপ্ত প্রায় গাইবান্ধার ঐতিহ্যবাহী তামা-কাঁসার শিল্প