বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেল দুই শতাধিক বিক্ষোভকারীর: টাইম ম্যাগাজিন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ইরানের রাজধানী তেহরানে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। নিহতদের বেশিরভাগই তরুণ বিক্ষোভকারী বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে বিক্ষোভ চরম আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলিবর্ষণ করলে তেহেরানে এই প্রাণহানির ঘটনা ঘটে।

শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের একজন চিকিৎসকের বরাতে তারা এই তথ্য পেয়েছে। বলে জানাই টাইম ম্যাগাজিন, ওই চিকিৎসকের দাবি, শুধু রাজধানীর ছয়টি হাসপাতালেই অন্তত ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এসব মৃত্যুর তথ্য নিশ্চিত হলে তা প্রমাণ করবে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তাকেও উপেক্ষা করে ইরান সরকার বিক্ষোভ দমনে কঠোর ও নির্দয় অবস্থান নিয়েছে। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরান সরকারকে এর চড়া মূল্য দিতে হবে।

১২ দিনের চলমান আন্দোলন ইতোমধ্যে দেশটির অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের রক্তক্ষয়ী ঘটনার পরও শুক্রবার রাতে তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ আবারও রাজপথে নেমে আসেন।

ওই চিকিৎসক আরও জানান, শুক্রবার হাসপাতালগুলো থেকে নিহতদের মরদেহ দ্রুত সরিয়ে ফেলা হয়। উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়। এতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন।

তবে বিক্ষোভে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন।

More like this
Related

পুতিনকে ট্রাম্পের হুঁশিয়ারি: যুদ্ধ না থামালে ‘গুরুতর পরিণতি’

আন্তর্জাতিক ডেস্ক || এশিয়ান টাইমস বিডি আলাস্কায় শীর্ষ বৈঠকের আগে...

নামাজে যাওয়াতেই প্রাণে বেঁচে গেলেন হামাস নেতারা?

আন্তর্জাতিক ডেস্ক দুইদিন আগে কাতারের দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য...

ম্যাচ শুরুর আগেই গুলাগুলিতে জোড়ালো ভারত পাকিস্তান সেনা

ভারত-পাকিস্তান উত্তেজনা যেন বেড়েই চলেছে । এবার এশিয়া কাপ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular