মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি
এশিয়ান টাইমস বিডি তে অবৈধ ইটভাটা সংক্রান্ত সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার ৭ জানুয়ারি ২০২৬ পরিচালিত এই অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে পাঁচটি অবৈধ ইটভাটাকে মোট ২৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং একই সঙ্গে ইটভাটাগুলো বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে অভিযুক্ত ইটভাটাগুলো হলো মেসার্স এম. এ ব্রিকস, মেসার্স এ জেড বি ব্রিকস, এস আই বি ব্রিকস, মেসার্স সরকার ব্রিকস ও মেসার্স আনোয়ারা ব্রিকস।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, চালক ও হেলপার নিহত
আইন লঙ্ঘনের মাত্রা বিবেচনায় মেসার্স এম. এ ব্রিকস, মেসার্স এ জেড বি ব্রিকস, মেসার্স আনোয়ারা ব্রিকস ও এস আই ব্রিকস এই চারটি ইটভাটাকে ৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে মেসার্স সরকার ব্রিকসকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এভাবে পাঁচটি ইটভাটা থেকে সর্বমোট ২৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রতিটি ইটভাটা বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ শের আলম।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুনায়েত আমিন রেজা, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার, বিভাগীয় ও জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। অভিযানে পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উপপরিচালক (কর্ম) উত্তম কুমার জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ২০২৫ (রবিবার) দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকায় সাদুল্লাপুর উপজেলার একটি অবৈধ ইটভাটা নিয়ে সংবাদ প্রকাশিত হলে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করে।
