শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ৪৯ জন আটক, ১৭ জন নারী

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে গাইবান্ধা জেলায় ইলেকট্রনিক ডিভাইসসহ ৪৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৭ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত লিখিত পরীক্ষাকালীন সময়ে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। এ সময় আটক পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইসসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।


পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশের ৬১ জেলার মতো গাইবান্ধাতেও একযোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলায় মোট ৪৩টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ২৪টি কেন্দ্র থেকে নারীসহ মোট ৪৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়।
আটক সংখ্যার দিক থেকে সর্বোচ্চ ১১ জন পরীক্ষার্থীকে আটক করা হয় গাইবান্ধা সদর উপজেলার কুপতলা আব্দুল কাইয়ুম হাইস্কুল পরীক্ষা কেন্দ্র থেকে।


বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাশ জানান, পরীক্ষাকালীন সময়ে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে ২৪টি কেন্দ্র থেকে ৪৮ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় আরও ৪ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ব্লুটুথ ইয়ার ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নারী পরীক্ষার্থীও রয়েছে।


তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গাইবান্ধা জেলায় ৪০০টির বেশি শূন্য পদের বিপরীতে মোট ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নেন।

More like this
Related

ট্রেন দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি ‎রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল...

অবৈধ বালু উত্তোলন রোধে সেনাবাহিনীর অভিযান

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা...

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে

ঈশ্বরদীর পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

কালের গহ্বরে হারিয়ে যাচ্ছে বাগাতিপাড়ার শাঁখাশিল্প

ফজলে রাব্বি,বাগাতিপাড়া নাটোর নাটোরের বাগাতিপাড়া উপজেলা সদর হতে প্রায় ২০...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular