গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে একই পরিবারের চারজনের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, জমি রেজিস্ট্রি না করেই তার কাছ থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। এমনকি বর্তমানে ভুক্তভোগীর জমিতে সাইনবোর্ড লাগিয়ে দখল নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চকমরোজপুর গ্রামের ব্যবসায়ী জহির রায়হান জানান, গত ২ জুন স্থানীয় রেজিস্ট্রার অফিসে বায়নাপত্রে স্বাক্ষরের সময় প্রথম ধাপে আসামিরা নগদ ৪ লাখ টাকা নেন। এরপর জুলাই মাসে আরও ৪ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হলেও জমি হস্তান্তর করা হয়নি।
জহির রায়হান বলেন, আমার কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৮ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। জমি রেজিস্ট্রি দেয়নি। এখন আবার আমার কেনা জমি দখল করার চেষ্টা করছে। আমি চাই দ্রুত তদন্ত করে ন্যায়বিচার করা হোক। স্থানীয়রা জানিয়েছেন, তারা সরাসরি বায়নাপত্রের সাক্ষী ছিলেন এবং তাদের সামনে টাকা লেনদেন হয়।
আরো পড়ুন: সুন্দরগঞ্জে মাসব্যাপী অনুপস্থিত থেকেও বেতন তোলার ফন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের
ওসি, গাইবান্ধা সদর থানার বক্তব্যে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জমি কেনার সময় সব লেনদেন নথিভুক্ত ও রেজিস্ট্রার অফিসের মাধ্যমে করা উচিত। আগে টাকা দেওয়ার আগে জমি রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। প্রতারণার শিকার হলে দ্রুত আইনি সহায়তা ও পুলিশের সহযোগিতা নেওয়া উচিৎ।
