বুধবার, নভেম্বর ৫, ২০২৫

চাঁদাবাজদের হুমকিতে বন্ধ বৈধ বালু ব্যবসা

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

সাঘাটায় চাঁদাবাজদের হুমকিতে বন্ধ  বৈধ বালু ব্যবসা
সাঘাটায় চাঁদাবাজদের হুমকিতে বন্ধ বৈধ বালু ব্যবসা

গাইবান্ধার সাঘাটা উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের সতিতলা গ্রামের বৈধ বালু ব্যবসায়ী মো. গোলাম মোস্তফা (৬৬) জানিয়েছেন, বৈধ কাগজপত্র ও সরকারের রাজস্ব সঠিকভাবে প্রদানের পরও কিছু প্রভাবশালী চক্র তাকে হত্যা হুমকি দিয়ে ব্যবসা বন্ধ করতে চাইছে। এই হুমকির কারণে তার ব্যবসা কার্যত স্থবির হয়ে পড়েছে, এবং ট্রাকচালকরাও নিরাপত্তাহীনতার কারণে মাঠে যেতে পারছে না।


‎মোস্তফা বলেন, তিনি জেলা প্রশাসনের বৈধ কার্যাদেশ অনুযায়ী নিয়মিত রাজস্ব প্রদান করে বালু উত্তোলন করছেন। সম্প্রতি জেলা প্রশাসক তার অনুমতির মেয়াদ আরও দুই মাস বাড়ালেও কিছু প্রভাবশালী ব্যক্তি তার বৈধ ব্যবসায় বাধা সৃষ্টি করছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে। মোস্তফা আরও জানান, এই চাঁদাবাজরা প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে চাঁদা দাবি করছে। না দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে।


‎স্থানীয়দের অভিযোগ, গত মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে মহিমাগঞ্জের সতিতলা এলাকায় ট্রাকচালকদের আটক করে দুর্বৃত্তরা জানিয়েছে, এখান থেকে আর কোনো ট্রাক চলবে না,কেউ এলে বড় দুর্ঘটনা ঘটবে। পরদিন সকালে আবারও ট্রাক ভাঙচুর ও চালককে মারধরের ঘটনা ঘটে। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আরও পড়ুন: সাদুল্লাপুরে সাপের কামড়ে তরুণের মৃত্যু


‎মোস্তফা বুধবার (৮ অক্টোবর) সকালে সাঘাটা আর্মি ক্যাম্পে এবং বিকেলে সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০–১২ জন অজ্ঞাতকে অভিযুক্ত করা হয়েছে। মোস্তফা জানান, এখন তার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, প্রায় ৫০টি ট্রাক বালুর বেডে আটকা পড়েছে।
‎স্থানীয় ট্রাকচালকরাও জানান, তারা আতঙ্কে গাড়ি নিয়ে মাঠে যাচ্ছেন না। প্রতিদিন ক্ষতির পরিমাণ বাড়ছে, অথচ প্রশাসনের দৃশ্যমান কোনো ব্যবস্থা চোখে পড়ছে না।


‎সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাংবাদিকদের জানান, অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজির হুমকি বন্ধ না হলে সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ শ্রমজীবীর জীবন-জীবিকাও ঝুঁকিতে পড়বে।


‎বৈধ ব্যবসা চালাতে গিয়ে এখন চাঁদাবাজদের টার্গেটে পরিণত হয়েছেন বালু ব্যবসায়ী গোলাম মোস্তফা। প্রশাসনের হস্তক্ষেপ না হলে সাঘাটার বৈধ বালু ব্যবসা থেমে যাবে, বেড়ে যাবে অবৈধ প্রভাব ও সন্ত্রাস।

আরও পড়ুন: গবাদিপশুর এনথ্রাক্স সংক্রমণ রোধে করণীয়

More like this
Related

গাইবান্ধায় ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার‎

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধায় ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার গাইবান্ধার...

গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজায় ৫৮২ মণ্ডপে র‍্যাবের কড়া নিরাপত্তা

মাহমুদুল হাবিব রিপন: ‎গাইবান্ধা প্রতিনিধি আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে গাইবান্ধা...

বিআরডিবির কোটি টাকার অর্থ কেলেঙ্কারি: তিন বছরেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি

মোঃ মাহমুদুল হাবিব রিপন: গাইবান্ধা প্রতিনিধি ‎গাইবান্ধায় বাংলাদেশ পল্লী উন্নয়ন...

কালের গহ্বরে হারিয়ে যাচ্ছে বাগাতিপাড়ার শাঁখাশিল্প

ফজলে রাব্বি,বাগাতিপাড়া নাটোর নাটোরের বাগাতিপাড়া উপজেলা সদর হতে প্রায় ২০...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular