রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষ রোপন এবং ব্যানার ফেস্টুন সরিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
শনিবার সকালে নেতৃবৃন্দ নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এ সময় তিনি বলেন কোন প্রোপাগান্ডায় বিএনপিকে রুখে দেয়া যাবে না, সকল ভালো কার্যক্রমের সাথে তারা আছেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভোটের মাঠে জনগণই জবাব দেবে বলেও মন্তব্য করেন আমিনুল হক।
আরও পড়ুন: শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুল জনসমাগম ঘটে। একই দিন বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয় তুলে ধরেন।
আরও পড়ুন: নড়াইল ২ আসনে মো :মনিরুল ইসলামের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবীতে আমরণ অনশন নড়াইলে
