মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি.

গাইবান্ধার বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে খেলার মাঠ, দোলনা আর নানা বিনোদনের সুযোগ। তবে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে দীর্ঘদিন ধরেই বঞ্চিত। প্রতিষ্ঠার তিন দশক পেরিয়ে গেলেও বিদ্যালয়ের মাঠ এখনও খেলাধুলার অনুপযোগী রয়ে গেছে।
বিদ্যালয়টির মাঠে রয়েছে একটি গভীর খাদ। শুকনো মৌসুমে মাঠ ফাঁকা থাকলেও বর্ষা এলেই পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। ফলে খেলাধুলা বা বিনোদনমূলক কোনো কার্যক্রম আয়োজন করা সম্ভব হয় না। অথচ আশপাশের অন্য স্কুলগুলোতে নিয়মিত আয়োজন হয় শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
একজন অভিভাবক আক্ষেপ করে বলেন,
অন্য স্কুলে শিশুরা দৌড়ায়, খেলে, দোলনায় আনন্দ করে। কিন্তু আমাদের সন্তানদের স্কুলে মাঠ নেই, বিনোদনের সুযোগ নেই এটা সত্যিই কষ্টকর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবুর রহমান জানান, বিষয়টি বহুবার উপজেলা শিক্ষা অফিসে জানানো হলেও মাঠ সংস্কারের কোনো বরাদ্দ এখনও আসেনি। তিনি বলেন, শিক্ষার্থীরা মাঠে খেলতে পারে না। অনেক সময় তারা পাশের ব্যস্ত সড়কে চলে যায়-যা আরও ভয়ঙ্কর।
অভিভাবকরা প্রশ্ন তুলেছেন, সরকার প্রতিবছর প্রাথমিক শিক্ষার জন্য বিপুল অর্থ বরাদ্দ করে। কিন্তু কাজলা বিদ্যালয়ের মাঠ সংস্কার হয়নি কেন, আমাদের সন্তানরা কি খেলাধুলার অধিকার থেকে বঞ্চিত থাকবে।
স্থানীয় সচেতন মহল বলছে, খেলার মাঠহীন এই পরিবেশে শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হচ্ছে। তারা জরুরি ভিত্তিতে মাঠ ভরাট ও সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
