শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

গোবিন্দগঞ্জে তিন দশকেও মাঠ পায়নি কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুদের শৈশব আটকে গভীর খাদে

মোঃ মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি.

তিন দশক পেরিয়ে গেলেও বিদ্যালয়ের মাঠ এখনও খেলাধুলার অনুপযোগী

গাইবান্ধার বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে খেলার মাঠ, দোলনা আর নানা বিনোদনের সুযোগ। তবে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে দীর্ঘদিন ধরেই বঞ্চিত। প্রতিষ্ঠার তিন দশক পেরিয়ে গেলেও বিদ্যালয়ের মাঠ এখনও খেলাধুলার অনুপযোগী রয়ে গেছে।


‎বিদ্যালয়টির মাঠে রয়েছে একটি গভীর খাদ। শুকনো মৌসুমে মাঠ ফাঁকা থাকলেও বর্ষা এলেই পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। ফলে খেলাধুলা বা বিনোদনমূলক কোনো কার্যক্রম আয়োজন করা সম্ভব হয় না। অথচ আশপাশের অন্য স্কুলগুলোতে নিয়মিত আয়োজন হয় শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

‎একজন অভিভাবক আক্ষেপ করে বলেন,
‎অন্য স্কুলে শিশুরা দৌড়ায়, খেলে, দোলনায় আনন্দ করে। কিন্তু আমাদের সন্তানদের স্কুলে মাঠ নেই, বিনোদনের সুযোগ নেই এটা সত্যিই কষ্টকর।
‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবুর রহমান জানান, বিষয়টি বহুবার উপজেলা শিক্ষা অফিসে জানানো হলেও মাঠ সংস্কারের কোনো বরাদ্দ এখনও আসেনি। তিনি বলেন, ‎শিক্ষার্থীরা মাঠে খেলতে পারে না। অনেক সময় তারা পাশের ব্যস্ত সড়কে চলে যায়-যা আরও ভয়ঙ্কর।


‎অভিভাবকরা প্রশ্ন তুলেছেন, সরকার প্রতিবছর প্রাথমিক শিক্ষার জন্য বিপুল অর্থ বরাদ্দ করে। কিন্তু কাজলা বিদ্যালয়ের মাঠ সংস্কার হয়নি কেন, আমাদের সন্তানরা কি খেলাধুলার অধিকার থেকে বঞ্চিত থাকবে।


‎স্থানীয় সচেতন মহল বলছে, খেলার মাঠহীন এই পরিবেশে শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হচ্ছে। তারা জরুরি ভিত্তিতে মাঠ ভরাট ও সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

More like this
Related

বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে এক...

মিথ্যা অভিযোগের প্রতিবাদে নড়াইলে সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া মোড়ে মানববন্ধনে আনিচ শেখ ও...

তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় হেযবুত তওহীদের প্রস্তাবনা বিষয়ে মতবিনিময়

মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি ‎প্রত্যেক নাগরিকের ন্যূনতম জীবনমান ও...

সততার স্পর্শে আধুনিক চিকিৎসা সেবার নতুন ঠিকানা-‎গাইবান্ধা সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডিজিটাল প্যাথলজি।

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধাবাসীর জন্য আধুনিক ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular